বেদবাণী তৃতীয় খন্ড ৫১ নং পত্রাংশ
সংসার স্বার্থবশে ঘুরিতেছে ,আপনার দোষ কি ? পরের দেহে ভগবানকে দোষারোপে আরোপ করিয়া নিজ অস্থায়ী [?] স্বভাবের তাড়নায় বিবৃত থাকে। ইহা আপনার দোষ নয়, স্বভাবেরই বলিতে হয়। ইহাই ভগবানের মায়া জানিবেন। আসুরিক ভাবের প্রাদুর্ভাবে আপনাকে বর্তমান করিয়া আত্ম সুখ পথ অন্বেষণ করিয়া থাকে, প্রবৃত্তির নিকট শক্তি ধরিতে পারেনা। যাহার যে ভাগ্য তাহার ব্যতিক্রমের অধিকার জগতে কারই নাই। (ভাগ্যং ফলতি সর্ব্বত্র) মরাকে মারিতে কষ্ট [?] সংগ্রহ হয় না, জ্যান্তকে বুঝাইতে অনেক হাবিডুবী খেলতে হয়।
No comments:
Post a Comment