বেদবানী তৃতীয় খন্ড -১৩৬,শ্রী শ্রী রামঠাকুর।
এত আসক্তি কেন...? যখন যাহা প্রারব্ধে আছে তাহা ভোগ করিয়া যাইবে। এই সংসারে মমতার দাস হইয়া ঘুরিয়া বেড়াইলে লাভ কি..? সর্বদা সহৃ করিয়া যাওয়ার চেষ্টা দেখিবে। ভগবৎ যাহা দিবেন তাহা খণ্ডন করিতে সাধ্য কি..?
শ্রী শ্রী রাম ঠাকুর





**********বেদ বাণী ১ম খন্ড ২১৮ **********
জয় রাম।। জয় গোবিন্দ।।
গুরু কৃপাহি কেবলম্।।
No comments: