শ্রীশ্রীঠাকুর নাম বিতরণের সময় ভক্তদের যা বলতেন-

"এই যে আপনি নাম পাইলেন এই নামই আপনারে উদ্ধার কইরা লইয়া যাইবো, নামই গুরু। বিশ্বাস রাইখেন।"
ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক অনবরত নাম কইরা যাইবেন, তাতে নামের ফল পাইবেন। নামই গুরু। বিশ্বাস রাখবেন।
শ্রী শ্রী রাম ঠাকুর
 
 

🌿🌸 বেদবাণী 🌸🌿
📖 ৩ / ১৪ | শ্রীশ্রী রামঠাকুর

🕉️
"এই যে জন্ম, মৃত্যু, বিবাহ — ইহা ভবিতব্য।
সংস্কার ছাড়বার যো নাই।
যার যেখানে, যে অবস্থায় —
ঘটনার তা-ই ঘটিবে, সংশয় নাই।
এই জন্য চিন্তা না করিয়া,
সত্যের সেবা করিতে থাকুন।"

🙏
সত্যই সকল ঋণমুক্ত করিয়া,
পরম আনন্দ ও শান্তিধাম দান করিবেন।

জীবের ফলের উপর অধিকার নাই —
কর্ম করিবার অধিকার আছে।
ফলদাতা — সত্যনারায়ণ।

🔔 Joyram Joygobindo 🔔
সত্যনারায়ণের সেবা করিতে থাকুন —
সত্যই মঙ্গল করিবেন।

#শ্রীরামঠাকুর #SriSriRamthakur #বেদবাণী #সত্যসেবা #ভবিতব্য #নিশ্চিন্ততা #JoyramJoygobindo #অহংহীনকর্ম #RamthakurQuotes #SpiritualWisdom


Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on April 17, 2025 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.