শ্রীশ্রীঠাকুর নাম বিতরণের সময় ভক্তদের যা বলতেন-
🌿🌸 বেদবাণী 🌸🌿
📖 ৩ / ১৪ | শ্রীশ্রী রামঠাকুর
🕉️
"এই যে জন্ম, মৃত্যু, বিবাহ — ইহা ভবিতব্য।
সংস্কার ছাড়বার যো নাই।
যার যেখানে, যে অবস্থায় —
ঘটনার তা-ই ঘটিবে, সংশয় নাই।
এই জন্য চিন্তা না করিয়া,
সত্যের সেবা করিতে থাকুন।"
🙏
সত্যই সকল ঋণমুক্ত করিয়া,
পরম আনন্দ ও শান্তিধাম দান করিবেন।
জীবের ফলের উপর অধিকার নাই —
কর্ম করিবার অধিকার আছে।
ফলদাতা — সত্যনারায়ণ।
🔔 Joyram Joygobindo 🔔
সত্যনারায়ণের সেবা করিতে থাকুন —
সত্যই মঙ্গল করিবেন।
#শ্রীরামঠাকুর #SriSriRamthakur #বেদবাণী #সত্যসেবা #ভবিতব্য #নিশ্চিন্ততা #JoyramJoygobindo #অহংহীনকর্ম #RamthakurQuotes #SpiritualWisdom

No comments: