জয়রাম জয়গোবিন্দ

🙏
আমার সঙ্গে বিবাহের প্রস্তাবের ২/৩ দিন পূর্বে আমার ভাবী শাশুড়ী ঠাকুরানী স্বপ্ন দেখলেন ----গলায় তুলসীর মালা, গায়ে ফতুয়া ও হাঁটুর উপরে ধুতি পরিহিত একজন সৌম্যমূর্তি বলছেন, 'আপনার মাইয়ার শীঘ্রই বিবাহ হইবো, তবে একটু ব্যয় করতে হইবো।
এই স্বপ্নদর্শনের কথা আমার ভাবী শাশুড়ি ঠাকুরানী
কাউকে না বলে, মনের মধ্যেই রাখলেন। স্বপ্নের ঘটনা সত্য হয় কি না, তা পরীক্ষা করবার মানসে। সত্য সত্যই ২/৩ দিনের মধ্যেই ঘটক এসে এই বিবাহের যোগাযোগ করলেন। এবং বিবাহ সুষ্ঠু ভাবেই সম্পন্ন হলো। শ্বশ্রূমাতা তখন ভাবছেন ঐ সৌম্যমূর্তি কে?
আমার বিবাহের ৫/৬ মাস পর, আমার শ্বশুর মহাশয় ঢাকার বাড়ি বিক্রি করে দক্ষিণ কলকাতায় এসে বাড়ী ভাড়া করে বসবাস করতে থাকেন। ইতিমধ্যে রামঠাকুরের নামও আধ্যাত্মিক যশঃসৌরভের কথা শুনে তাঁরা স্বামী-স্ত্রী রামঠাকুরের নিকট থেকে 'নাম' গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। তখন রামঠাকুর কলকাতায় কালীঘাটে ডাঃ অনন্ত সেন মহাশয়ের বাড়িতে অবস্থান করছিলেন। আমি আমার শ্বশুর ও শ্বশ্রূমাতাকে ঐ বাসায় নিয়ে যাই। সেখানে আমার শ্বশ্রূমাতা রাম ঠাকুর কে দর্শন করেই চমকে উঠলেন। আমি এর কারণ জিজ্ঞাসা করলে তিনি আমার বিবাহের পূর্বের স্বপ্নদর্শনের ঘটনার কথা বললেন। আমি বিস্মিত ও অভিভূত হলাম।
জয় রাম 🌺🌿
"কৃপাসিন্ধু রামঠাকুর' -----মনোরঞ্জন মুখোপাধ্যায়।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on April 17, 2025 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.