কিছুদিন পরে শ্রীহস্তলিখিত একখানা পত্র পাওয়া গেল পত্রে লেখা ছিল, " শ্রীহরিশরণং........

কিছুদিন পরে শ্রীহস্তলিখিত একখানা পত্র পাওয়া গেল পত্রে লেখা ছিল, " শ্রীহরিশরণং........
রামভাই স্মরণে

srisriRamthakur
শ্রীরামচদ্র"


১৩৪০ সনের বৈশাখ মাসের শেষ ভাগে ফেনী বাড়ির পূর্ব বিটার দালানের উপর দোতলা নির্মিত হইল। উদ্দেশ্য --------দোতলার বারান্দার প্রকোষ্টে কৈবল্যনাথ বিগ্রহের সেবা পূজা হইবে এবং তৎসংলগ্ন পূর্ব দিকে দুইটি প্রকোষ্ঠ ঠাকুর ব্যবহার করিবেন। বিখ্যাত শিল্পী ইন্দ্র ভূষণ চক্রবর্তী দেওয়ালের গায়ে নানা প্রকার দৃশ্যাবলী আঁখিয়া দিলেন । তাহাতে প্রকোষ্টের সৌন্দর্য বহুলাংশে বর্ধিত হইল। কিছুদিন পরে শ্রীহস্তলিখিত একখানা পত্র পাওয়া গেল পত্রে লেখা ছিল,

https://youtu.be/Rd-WEM2jqds


" শ্রীহরিশরণং
পরম কল্যাণবরেষু শ্রীমান শচীন্দ্রচন্দ্র মালাকার। ২৬ জ্যৈষ্ঠ ভগবানের দয়ায় আপনি স্বজন স্বগন পরিবৃত হইয়া আনন্দে থাকুন এই প্রার্থনা। আমি কিছুদিন যাবৎ এখানে শ্রীঅক্ষয়কুমার মজুমদার মহাশয়ের নিকট আছি। দেহটি ভাল যাইতেছে না। পারব্ধ দন্ডে পরিয়া পায়ে বাতের বেদনায় ভুগিতেছি। সময়ে সকলি হয় তজ্জন্য ধৈর্য্যাবলম্বন ধর্ম্ম। আং
শ্রীরামচদ্র"
রামভাই স্মরণে
তৃতীয় অধ্যায়
ফনিন্দ্য কুমার মালাকার
*************************************


কিছুদিন পরে শ্রীহস্তলিখিত একখানা পত্র পাওয়া গেল পত্রে লেখা ছিল, " শ্রীহরিশরণং........ কিছুদিন পরে শ্রীহস্তলিখিত একখানা পত্র পাওয়া গেল পত্রে লেখা ছিল,  " শ্রীহরিশরণং........ Reviewed by srisriramthakurfbpage on May 31, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.