বেদবাণী ২য় খন্ড ৬৬ নং পত্রাংশ
নাম সত্য, নাম মুক্ত, নাম ধর্মসার।
নাম বই সংসারে কিছু নাহি আর।।
ভগবান এবং নাম একই রূপ! নাম ও ঈশ্বর ;নামই জগতকে নানাভাবে মায়ার (ভুলের) দ্বারা বিভক্ত করিয়া আপন পর ভাবে দ্বন্দ্ব উপস্থিতে ত্রানের জন্য পিপাসা বৃদ্ধি করিয়া লয় অতএব সর্বদা অনন্য চিন্তা রূপ নাম হৃদয়ে অংকন করিয়ে নির্বিঘ্ন চিত্তে অর্থাৎ (উপায় অন্বেষণ বর্জিত অবস্থায়) থাকিতে চেষ্টা করতে হয়। সর্বদা জাগ্রত একই নামই আছে, আর কিছুই নাই।
বেদবাণী ২য় খন্ড ৬৬ নং পত্রাংশ
Reviewed by srisriramthakurfbpage
on
June 05, 2023
Rating:
No comments: