বেদবানী প্রথমখন্ড- ১০৬

"যত সময় পার আপ্ত চিন্তায় মগ্ন হইবে।

তারপর যখন যে যে কম্মে'র দরকার উপস্থিত হইবে, যথাসাধ্য করিবে।

সব্ব'দা নামে নিভ'র করিয়া থাকিবে,নামই সকল পাপ হইতে নিস্কৃতি করিবেন।

ধৈর্য্য ধারণ করিয়া স্থির বুদ্ধির আশ্রয় করিতে হয়।

চঞ্চলতা করিলে বুদ্ধি চিন্তাদিতে বিক্ষেপণ থাকে, নানান উৎপাত উপস্থিত হয়।

সব্ব'দাই স্থির হইয়া থাকিতে চেষ্টা করিবে।"


জয় রাম জয় গোবিন্দ 🙏
বেদবানী প্রথমখন্ড- ১০৬



(শ্রীঠাকুর বলেন , প্রারব্ধভোগ সকলকেই ভুগতে হয়, কেবল নামেই কিছুটা প্রারব্ধ কাটে)



কর্ম্মফল কখনো নষ্ট হয়না। সংসার মায়ার দ্বারা বিবর্ত্তন হইলেও কর্ম্মফল ভোগ করিতেই হইবে।




back to home 

বেদবানী প্রথমখন্ড- ১০৬ বেদবানী প্রথমখন্ড- ১০৬ Reviewed by srisriramthakurfbpage on December 23, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.