ঠাকুর - চোখ বুজলে নামপ্রার্থীগন পূর্বজন্মের নাম ভাইসা উঠে। সেই নাম আমি পুনরায় মনে করাইয়া দেই।

 ঠাকুরের দেওয়া নামে সব রকম মন্ত্রের সমাবেশ দেখা যায়। যথা - শিবমন্ত্র, শক্তিমন্ত্র, কৃষ্ণমন্ত্র, রামমন্ত্র, হরিমন্ত্র, নারায়ণমন্ত্র, গৌরমন্ত্র, আল্লামন্ত্র। একদা ঠাকুর কে জিজ্ঞাসা করেছিলাম, "নামপ্রার্থীরা নাম প্রার্থনা করলে আপনি চোখ বুজেন কেন?"


ঠাকুর - চোখ বুজলে নামপ্রার্থীগন পূর্বজন্মের নাম ভাইসা উঠে। সেই নাম আমি পুনরায় মনে করাইয়া দেই। ক্ষেত্রবিশেষে নূতন নাম দেই, আবার কোন কোন ক্ষেত্রে দেই না।
-রাম ভাই স্মরণে (৩৩ পৃষ্ঠা)
🙏শ্রী শ্রীরামঠাকুর 🌺🌿
ঠাকুর - চোখ বুজলে নামপ্রার্থীগন পূর্বজন্মের নাম ভাইসা উঠে। সেই নাম আমি পুনরায় মনে করাইয়া দেই। ঠাকুর - চোখ বুজলে নামপ্রার্থীগন পূর্বজন্মের নাম ভাইসা উঠে। সেই নাম আমি পুনরায় মনে করাইয়া দেই। Reviewed by srisriramthakurfbpage on March 10, 2024 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.