গুরু ভাইবোনদের নিকট আমার প্রশ্ন , অপরিচিত " রাজপুত্রের " মত ভদ্রলোকটি কে ?

 ইভাবে অতিবাহিত হইতে হইতে ১৯৮৪ ইং সাল



আসিয়া পড়িল । ঐ বৎসর দোলের দিন এখনকার ( বিলোনীয়া ) রামঠাকুর স্মৃতি মন্দিরে ( শ্রীরাম নিবাসে ) কৈবল্যনাথ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দোপাধ্যায় এখানে শুভাগমন করিলেন । অধিবাসের দিন বৈকালে তিনি আমার বেদবাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গ শ্রবণ করিলেন । তারপর রাত্রিতে আমাকে এই সকল বিষয় লিখিবার জন্য বলিলেন । কিছুটা লেখার পর অত্যন্ত অসুস্থ হইয়া শয্যাশায়ী হইয়া পড়িলাম । ঐ সময় মহা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটিল । চৈত্রমাসের শেষভাগে একদিন দ্বিপ্রহরে অপরিচিত এক ভদ্রলোক সোজাসুজি আমার কোঠায় আসিয়া আমার খাটের পাশে দাঁড়াইলেন । তাঁহার চেহারা ও পোশাক -পরিচ্ছদ রাজপুত্রের মত । একটু পরে আমার বিছানায় বাসিয়া আমাকে বলিলেন - - "-দাদা ভাই আপনার ভেতর ঠাকুরের বিপুল ঐশ্বর্য লুকিয়ে রেখে পরিবার পরিজনদের কষ্ট দিচ্ছেন কেন , বলুন তো ? " আমি চমকিত হইয়া বলিলাম , আপনার সঙ্গে আমার পরিচয়ও নাই । আপনি কি করে জানলেন , আমি ঐশ্বর্য লুকিয়ে রেখেছি এবং সেই ঐশ্বর্য কি বলুন । তিনি হাসিয়া জবাব দিলেন , " আমি যে কোন ভাবেই হোক , জানি বলেই বলছি " । " তাঁর কথা বিন্দুবিসর্গ বাদ না দিয়া লিপিবদ্ধ করবেন , কথা দিন "। তিনি আরও বললেন -- " আপনার লেখাটা দয়া করে একটু দেখতে দেবেন ?" আমি বিষ্ময়ের উপর বিষ্ময়ে অভিভূত হইয়া আমার বিছানার তলা হইতে খাতাটি দিলাম । তিনি কিছু অংশ পাঠ করিয়া বলিলেন -- " বা: বা: , যেমন হাতের লেখা ,তেমনি ভাষা , তেমনি বিষয়বস্তু " । আমি বলিলাম , বিষয়বস্তুর স্মৃতিচারণ করতে করতে স্মৃতির অতলে ডুবে যাই । লেখা আর হয়না । তিনি বলিলেন --- " স্মৃতি স্মৃতিতে আছে , থাক " । " লিখতে বসে স্মৃতিচারণ না করে আপনি আপনার নোটবই গুলি দেখে পর্যায়ক্রমে লিখে যান "। " তবেই পারবেন " । জিজ্ঞাসা করিলাম , আমার কাছে নোটবই আছে আপনি জানেন কি ভাবে ? তিনি হাসিয়া উত্তর দিলেন --- " জানবার পথ রয়েছে , দাদা " । " এখন আপনি কথা দিন , আজ থেকে লেখা আরম্ভ করবেন " । আমি কথা দিলাম , লিখব । তখন তিনি আনন্দে বিভোর হইয়া আমাকে জড়াইয়া ধরিয়া বুক পকেট হইতে একটি কলম লইয়া আমাকে দিলেন । আর বলিলেন --- " খাতা ও কালি বৈকালে আপনাকে দিয়ে যাবে " । আমাদের বিশেষ অনুরোধে তিনি একটু সরবত পান করিলেন । তাঁহার নাম, ধাম জিজ্ঞাসা করাতে তিনি বলিলেন --- দাদা-ভাই সম্পর্ক হয়েছে , ওটাই থাক " । আমি বলিলাম , আপনি ছলনায় পটু । আচ্ছা আসুন । মেয়েরা সঙ্গে সঙ্গে বাহির হইয়াও তাঁহাকে দেখিতে পাইল না । বৈকালে একটি ছোট্ট ছেলে একটি খাতা ও এক দোয়াত কালি দিয়া গেল । কলমটি আমার নিকট এখনও স্মৃতিচিন্হ স্বরূপ রাখিয়াছি । অচিরে সম্পূর্ণ সুস্থ হইয়া তাঁহার কথা অনুসারে লেখায় প্রবৃত্ত হইয়া ১৩৯৫ সনের ২রা মাঘ " রামভাই স্মরণে " নামক পুস্তক সমাপ্ত করিলাম । ফনীন্দ্র কুমার মালাকার দ্বারা লিখিত " রামভাই স্মরণে " হইতে । জয়রাম গুরু ভাইবোনদের নিকট আমার প্রশ্ন , অপরিচিত " রাজপুত্রের " মত ভদ্রলোকটি কে ?



গুরু ভাইবোনদের নিকট আমার প্রশ্ন , অপরিচিত " রাজপুত্রের " মত ভদ্রলোকটি কে ? গুরু ভাইবোনদের নিকট আমার প্রশ্ন ,   অপরিচিত " রাজপুত্রের " মত ভদ্রলোকটি কে ? Reviewed by srisriramthakurfbpage on June 04, 2024 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.