Monday, 25 November 2024

ভগবানের আরাধনায় আবার ভেদাভেদ কেন? ঠাকুর বলেছেন,

 ভগবানের আরাধনায় আবার ভেদাভেদ কেন? ঠাকুর বলেছেন, ----

ধর্ম্মানুযায়ী প্রত্যেকরই এক গুরু। পীর বা ধর্ম্মযাজকের নিকট হইতে দীক্ষা বা নাম গ্রহণ করিতে হয়। ঐ নাম বা মন্ত্র জপ করিয়া ভগবানকে আরাধনা করিতে হয়। সর্ব্বধর্মই এক ভগবানকে নির্দ্দেশ করে। ভগবান এক এক সময় এক এক অবতারে স্হান, কাল ও লোকের স্বভাবানুযায়ি এক এক ধর্ম্ম প্রচার করেন। সুতরাং ভগবানের আরাধনায় আবার ভেদাভেদ কেন? যে-কোন ধর্ম্মোৎসবে সব জাতিই যোগদান করিতে পারেন।

জয়রাম


Sr iSri Ramthakur er kotha

No comments:

Post a Comment

Comments system

[blogger][disqus][facebook]

Disqus Shortname

designcart

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.