একদিন ভাঙ্গ খেয়ে আমরা কীর্ত্তন আরম্ভ করেছি। কিছুক্ষণ নাম কীর্ত্তনের পরই কেহ কেহ জল পিপাসা বোধ করলেন, এবং গৃহান্তরে জল পান করতে গেলেন। এদিকে ঠাকুর গম্ভীর ভাবে বলে উঠলেন, "কচুর পাতা খেয়ে কি কীর্ত্তন হয়?"
জয়রাম 



'শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব' - শ্রীসুশীলচন্দ্র দত্ত
No comments:
Post a Comment