রোহিণীকুমার মজুমদার মশাই শ্রীশ্রীঠাকুরের পট উত্তরমুখী হয়ে পূজা শেষে পশ্চিমমুখী হয়ে কালীস্তোত্র পাঠ করতেন। সেই ঘটনা উপলক্ষে রোহিণীবাবু লিখেছিলেন, আমি মনে করিতাম দক্ষিণাকালী ও ঠাকুর এক নন। আমি শয়ন করিয়া আছি, হঠাৎ দেখি ঠাকুর উঠিয়া বসিয়া আমাকে বলিতেছেন--“আমার মধ্যে সব আছে, বিশ্বাস হয় না?” তবে এই দেখেন এই বলিয়া দুই হাত দুই দিকে প্রসারিত করিলেন। সঙ্গে সঙ্গে দুদিক হইতে হস্ত বাহির হইতে আরম্ভ করিল। আমি কিংকর্তব্যবিমুঢ় হইয়া বলিলাম, “না,না,আর না।” বলিয়া দুই হাত জোড় করিয়া প্রণাম করিলাম। শ্রীশ্রীঠাকুর তখন হাসিতে হাসিতে বলিলেন,“এইবার বিশ্বাস হইয়াছে যে আমার মধ্যে সবই আছে। সবই এক, ঐ ফটোতে প্রকট হয়।” সেইদিন হইতে আমার সংশয় ঘুচিয়া গেল। বুঝিলাম আমার পরমারাধ্য ঠাকুর স্বয়ং পূর্ণব্র্রত নারায়ণ।”
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments: