কমল কুটীরে একটি অলৌকিক ঘটনা---আমার জীবনে শ্রীশ্রীরামঠাকুরl

 কমল কুটীরে একটি অলৌকিক ঘটনা



কালীঘাট ‘কমল কুটীরে’ আমরা যখন ছিলাম সেই সময় আমাদের পাড়াতে এক মহিলার একটি ছেলে হয়েছিল।
শিশুটি অন্যান্য শিশুর চেয়ে একটু আলাদা ধরণের ছিল।
সে অনবরত খেতে চাইত ও অনবরত মলমূত্র ত্যাগ করত।
গলার স্বর ও অন্য রকম ছিল।
**********************************
***************************************

অনেক ডাক্তার দেখানর পরও শিশুটির কোন পরিবর্তন লক্ষ্য করা গেল না।
আমাদের বাড়ীতে শ্রীশ্রীঠাকুর আছেন। ভদ্রমহিলা শুনেছেন ঠাকুর মহা সাধক।
সেই জন্য মহিলা ঠাকুরের কাছে শিশুটির আরোগ্য কামনা করে একদিন এলেন।
ঠাকুর শিশুটির দিকে পলকহীন নেত্রে চেয়ে রইলেন ও পরে বললেন “মা এই পৃথিবীতে সব সময় সূক্ষভাবে স্পন্দন হইতেছে।


এক স্পন্দনে মানুষের জন্ম হয়; আর এক স্পন্দনে পশু পাখীর জন্ম হয় – যাহাকে চলতি কথায় বলে ‘ক্ষণ”।
এই শিশুটির পাখীর ক্ষণে জন্ম হইচে। ইহার জন্য করার কিছু নাই। ইনি থাকবও না বেশীদিন।
********************************
************************************

ভদ্রমহিলা ঠাকুরের কথায় কাঁদতে লাগলেন। ঠাকুর মহিলাকে বললেন “মা কান্দেন ক্যান, আপনার আবার একটি সুপুত্র লাভ হইব।
****************************

' ঠাকুরের কথামত পরবর্তীকালে সেই মহিলার এই সন্তানটি মারা যাবার পর একটি সুন্দর স্বাস্থ্যবান পুত্র সন্তান জাত হয়েছিল।

আমার জীবনে শ্রীশ্রীরামঠাকুর
শ্রীমতী ঊষারাণী গঙ্গোপাধ্যায়

back to home....read more... 

কমল কুটীরে একটি অলৌকিক ঘটনা---আমার জীবনে শ্রীশ্রীরামঠাকুরl কমল কুটীরে একটি অলৌকিক ঘটনা---আমার জীবনে শ্রীশ্রীরামঠাকুরl Reviewed by srisriramthakurfbpage on May 29, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.