তাই শ্রীশ্রী রামঠাকুর বলতেন, 'লেগে থাকলে মেগে খায় না।
ভক্ত পরিবেষ্টিত শ্রীশ্রী রামঠাকুর
একদিন আলোচনা প্রসঙ্গে একটি গল্পের উল্লেখ করেন। ঠাকুর বলেন, "এক রাজার ইচ্ছে হল তাঁর প্রাসাদের কাছে খালি জায়গায় হাট বসাবেন। শহরের কেন্দ্রে অবস্থিত পুরনো হাট ছেড়ে কেউ রাজপ্রাসাদের কাছের জনবিরল জায়গার এই নতুন হাটে স্থানান্তরিত হতে রাজি হলেন না। যখন দেখলেন নতুন হাট বসানোর পরিকল্পনা সফল হচ্ছে না, তখন রাজা ঘোষণা করলেন- তাঁর হাটে দিনশেষে যার যা কিছু অবশিষ্ট থাকবে তিনি তা ন্যায্য দামে কিনে নেবেন।
এই ঘোষণার পর অল্পদিনের মধ্যেই অনেক দোকানপাট বসে যায় ও ধীরে ধীরে হাট জমে ওঠে। প্রতিশ্রুতি মতো রাজার কর্মচারী নিয়মিত সন্ধ্যার আগে গিয়ে হাটের অবিক্রিত জিনিসপত্র কিনে নিতো। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর এক সন্ধ্যায় কর্মচারীটি হাটে গিয়ে দেখে সবকিছুই বিক্রি হয়ে গেছে, শুধু এক কুমোরের একটি মূর্তি বিক্রি হয় নি।
নামের অসীম ও অমোঘ শক্তি। অসম্ভব সম্ভব করতে পারেএকমাত্ৰ নামে।
কর্মচারী জানতে পারে, মূর্তিটি ছিল অলক্ষ্মীর সেজন্যে বিক্রি হয় নি। বিষয়টি রাজাকে অবহিত করা হয়। রাজা বলেন, প্রতিশ্রুতি যেহেতু দেওয়া হয়েছে সেহেতু অবিক্রিত মূর্তিটি কিনতেই হবে। রাজার কথায় কর্মচারী মূর্তিটি কিনে এনে রাজপ্রাসাদের এক জায়গায় রেখে রাতে বাড়ি চলে গেল।
No comments: