তাই শ্রীশ্রী রামঠাকুর বলতেন, 'লেগে থাকলে মেগে খায় না।'

 তাই শ্রীশ্রী রামঠাকুর বলতেন, 'লেগে থাকলে মেগে খায় না।



ভক্ত পরিবেষ্টিত শ্রীশ্রী রামঠাকুর

একদিন আলোচনা প্রসঙ্গে একটি গল্পের উল্লেখ করেন। ঠাকুর বলেন, "এক রাজার ইচ্ছে হল তাঁর প্রাসাদের কাছে খালি জায়গায় হাট বসাবেন। শহরের কেন্দ্রে অবস্থিত পুরনো হাট ছেড়ে কেউ রাজপ্রাসাদের কাছের জনবিরল জায়গার এই নতুন হাটে স্থানান্তরিত হতে রাজি হলেন না। যখন দেখলেন নতুন হাট বসানোর পরিকল্পনা সফল হচ্ছে না, তখন রাজা ঘোষণা করলেন- তাঁর হাটে দিনশেষে যার যা কিছু অবশিষ্ট থাকবে তিনি তা ন্যায্য দামে কিনে নেবেন।

এই ঘোষণার পর অল্পদিনের মধ্যেই অনেক দোকানপাট বসে যায় ও ধীরে ধীরে হাট জমে ওঠে। প্রতিশ্রুতি মতো রাজার কর্মচারী নিয়মিত সন্ধ্যার আগে গিয়ে হাটের অবিক্রিত জিনিসপত্র কিনে নিতো। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর এক সন্ধ্যায় কর্মচারীটি হাটে গিয়ে দেখে সবকিছুই বিক্রি হয়ে গেছে, শুধু এক কুমোরের একটি মূর্তি বিক্রি হয় নি।

নামের অসীম ও অমোঘ শক্তি। অসম্ভব সম্ভব করতে পারেএকমাত্ৰ নামে।

কর্মচারী জানতে পারে, মূর্তিটি ছিল অলক্ষ্মীর সেজন্যে বিক্রি হয় নি। বিষয়টি রাজাকে অবহিত করা হয়। রাজা বলেন, প্রতিশ্রুতি যেহেতু দেওয়া হয়েছে সেহেতু অবিক্রিত মূর্তিটি কিনতেই হবে। রাজার কথায় কর্মচারী মূর্তিটি কিনে এনে রাজপ্রাসাদের এক জায়গায় রেখে রাতে বাড়ি চলে গেল।

পরদিন সকাল থেকে রাজার এক কঠিন পরীক্ষা শুরু হল। প্রথমে বাড়ির লক্ষ্মী এসে রাজাকে জানান, অলক্ষ্মীর যেখানে জায়গা হয়েছে সেখানে আমি কোনোভাবেই থাকতে পারি না; আমি চললাম। এই বলে রাজার কাছ থেকে বিদায় নিয়ে লক্ষ্মী চলে গেলেন।

কমল কুটীরে একটি অলৌকিক ঘটনা---আমার জীবনে শ্রীশ্রীরামঠাকুরl

তারপর একে একে অনেকেই বিদায় নিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেলেন। সবশেষে ধর্ম এসে রাজাকে বলেন, অলক্ষ্মীর ঠাঁই দেয়ায় তোমার এই প্রাসাদ শ্রীভ্রষ্ট; শ্মশানতুল্য মনে হচ্ছে আমি আর এখানে থাকতে পারছি না, আমি চললাম।
রাজা এবার ধর্মের পথ আগলে দাঁড়িয়ে বলেন, তোমার জন্যে অর্থাৎ সত্য রক্ষার জন্যে আমি অলক্ষ্মীকে প্রাসাদে স্থান দিয়ে আজ এই অসুবিধার সম্মুখীন হয়েছি। এই অবস্থায় তুমি চলে যেতে চাও কোন যুক্তিতে? তোমাকে আমি কিছুতেই যেতে দিতে পারি না।


সত্যের আর প্রাসাদ ছেড়ে যাওয়া হল না। সঙ্গে সঙ্গে সকলে আবার প্রাসাদে ফিরে এলেন। রাজার কোনো অসুবিধা বা অমঙ্গল হল না। ধর্মকে ধরে থাকায় রাজার সব দিক বজায় থাকল।
" তাই শ্রীশ্রী রামঠাকুর বলতেন, 'লেগে থাকলে মেগে খায় না।'
তাই শ্রীশ্রী রামঠাকুর বলতেন, 'লেগে থাকলে মেগে খায় না।' তাই শ্রীশ্রী রামঠাকুর বলতেন, 'লেগে থাকলে মেগে খায় না।' Reviewed by srisriramthakurfbpage on May 31, 2023 Rating: 5

No comments:

শ্রী শ্রী রামঠাকুরেরস্বহস্ত লিখিত পত্রাংশ -দ্বিতীয় খন্ড-223

Powered by Blogger.